আইন ও অপরাধ

এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড : দুজনের জামিন বাতিলে রুল

রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের মামলায় ওই ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান রুপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল ও জমির মালিক এস এম এইচ আই ফারুককে নিম্ন আদালতের দেয়া জামিন বাতিলে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। পরে তিনি জানান, নকশা জালিয়াতির মামলায় গত ৮ আগস্ট আত্মসমর্পণের পর ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ লিয়াকত আলী মুকুলের জামিনের আবেদন মঞ্জুর করেন। একই আদালত থেকে ২০ আগস্ট জামিন পান এস এম এইচ আই ফারুক। এ দুজনের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে দুদক আবেদন করে। এ আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট তিন সপ্তাহের রুল জারি করেছেন।

গত ২৬ জুন নকশা জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে ১৬ থেকে ২৩ তলা ভবন নির্মাণের অভিযোগে টাওয়ারের মালিক, রাজউকের সাবেক দুই চেয়ারম্যানসহ ২৩ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন। ঢাকা/মেহেদী/রফিক