আইন ও অপরাধ

লাদেনের সঙ্গে বৈঠক করা হুজি নেতার জবানবন্দি

ওসামা বিন লাদেনের সঙ্গে বৈঠক করা হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা আতিকুল্লাহ ওরফে আসাদুল্লাহ ওরফে জুলফিকার ও বোরহান উদ্দিন রাব্বানী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার চার দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মো. কামরুজ্জামান। আতিকুল্লাহ এবং বোরহান উদ্দিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আরেক আসামি মোহাম্মদ নাজিম উদ্দিন ওরফে শামীমের ফের সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মাসুদ উর রহমান এ দুই আসামির জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়। একই আদালত নাজিম উদ্দিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩ অক্টোবর এ তিন আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

৩ অক্টোবর রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকায় একটি মসজিদের মাঠে অভিযান চালিয়ে জুলফিকার, বোরহান উদ্দিন ও মোহাম্মদ নিজাম উদ্দিন ওরফে শামীমকে গ্রেপ্তার করা হয়। ঢাকা/মামুন খান/রফিক