আইন ও অপরাধ

সম্রাট-আরমানকে জিজ্ঞাসাবাদ করছে র‌্যাব

বহুল আলোচিত ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার ও বহিস্কৃত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে জিজ্ঞাসাবাদ করছে র‌্যাব। একই সঙ্গে তার সহযোগী আরমানকে হেফাজতে নিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার রাতে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক লে. কর্নেল সরওয়ার বিন কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, দুজনের   বিরুদ্ধে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ আছে আদালতের।  সেজন্য রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এ কারণেই বৃহস্পতিবার বিকেলে দুজনকে উত্তরায় আনা হয়। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এর আগে অস্ত্র ও মাদক মামলায় ১০ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। এরপর থেকেই সম্রাট ডিবি হেফাজতে ছিলেন। গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর কুমিল্লার একটি বাড়ি থেকে সম্রাট ও আরমানকে গ্রেপ্তার করে র‌্যাব। ওইদিনই সম্রাটকে নিয়ে তার কাকরাইলের কার্যালয়ে অভিযান পরিচালনা করে র‌্যাব। ঢাকা/মাকসুদ/সাইফ