আইন ও অপরাধ

গৃহকর্মীকে হত্যার কথা স্বীকার করে গৃহকর্ত্রীর জবানবন্দি

রাজধানীর মোহাম্মদপুরে জান্নাতী নামে এক শিশু গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় গৃহকর্ত্রী রোকসানা পারভীন দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আব্দুল আলিম আসামিকে আদালতে হাজির করেন। আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান আসামির জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাঈদ আহমেদ বাসায় কাজ করতেন জান্নাতী। বাড়ি বগুড়ার গাবতলিতে। গত মঙ্গলবার ভোরে জান্নাতীর বাবা জানু মোল্লাকে মেয়ে অসুস্থ বলে ঢাকায় ডেকে আনা হয়। ঢাকায় এসে দেখেন মেয়ে মারা গেছেন। তিনি মেয়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান। পরে জান্নাতীর বাবা মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলায় সাঈদ আহমেদের পাশাপাশি তার স্ত্রী রোকসানা পারভীনকে আসামি করা হয়েছে। ঢাকা/মামুন খান/সাইফ