আইন ও অপরাধ

‘রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কেউ কেউ স্বার্থ হাসিলের চেষ্টা করেন’

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ রাব্বিকে পিটিয়ে হত্যার ঘটনায় অপরাধীকে আইনের আওতায় এনেছে পুলিশ। এক্ষেত্রে রাজনৈতিক কোনো বিবেচ্য বিষয় ছিল না। তবে, কেউ কেউ এই প্ল্যাটফর্ম থেকে নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা করে। আমরা তাদের অবশ্যই আইনের আওতায় আনবো।

শুক্রবার তেজগাঁওয়ে এফডিসির এক অনুষ্ঠানে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বিকে পিটিয়ে হত্যায় জড়িতদের পরিচয় যাই হোক, তারা দুর্বৃত্ত ও অপরাধী। রাজনীতি থেকেও তাদের বহিষ্কার করা হয়েছে। আবরার হত্যায় রাজনীতির দায় নেই। কোনো ছাত্রসংগঠন অন্য ছাত্র বা কাউকে হত্যা করা বা মারধরের নির্দেশ দেয় না। বরং রাজনীতির প্ল্যাটফর্মকে ব্যবহার করে কেউ কেউ নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করে।’

‘আবরার হত্যাকাণ্ডের জন্য ছাত্র রাজনীতি না মূল্যবোধের অবক্ষয় কোনটি দায়ী’ শীর্ষক

ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মনিরুল বলেন, ‘ঘটনার রাতে টহল পুলিশের দল কোনো মাধ্যমে তথ্য পেয়ে সেখানে যায়। কিন্তু অনুমতি ছাড়া কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে প্রবেশ না করা-এমন একটা নিয়ম ছিল। হত্যাকাণ্ডের পরই পুলিশ ১০ জনকে আটক করে। পরে জানা যায়, তারা সবাই ওই মামলার আসামি এবং হত্যা মামলায় ১৯ জন আসামির বাইরেও তদন্তে বেশ কয়েকজনকে জড়িত পাওয়া গেছে। নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই দাখিল করা হবে চাজর্সেশিট।’  ঢাকা/মাকসুদ/হাকিম মাহি