আইন ও অপরাধ

আট আসামির ফাঁসি চায় রাষ্ট্রপক্ষ

রাজধানীর গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলায় ৮ আসামির সর্বোচ্চ সাজা ফাঁসি চেয়েছে রাষ্ট্রপক্ষ।

বৃহস্পতিবার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমানের আদালতে রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর গোলাম সারওয়ার খান (জাকির) দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করে তা শেষ করেছেন। যুক্তিতর্কে তিনি আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দাবি করেছেন।

রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ দেলোয়ার হোসেন যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন।  কিন্তু এদিন তা শেষ হয়নি। এজন্য আদালত আগামী ১৩ নভেম্বর পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন।

এর আগে গত ৩০ অক্টোবর আত্মপক্ষ শুনানিতে আট আসামি নিজেদের নির্দোষ দাবি করেন। এর আগে মামলাটিতে চার্জশিটভুক্ত ২১১ জন সাক্ষীর মধ্যে ১১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল।

 

ঢাকা/মামুন খান/সাইফ