আইন ও অপরাধ

আসকের কার্যালয় থাকার ওপর হাইকোর্টের স্থিতাবস্থা

লালমাটিয়ায় আইন ও সালিশ কেন্দ্রের (আসক) কার্যালয় থাকার ওপর তিন মাসের স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট।

রোববার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো.মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।

ফলে আসককে কার্যালয় ছাড়তে হচ্ছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালত রুলে রাজউকের ভ্রাম্যমান আদালত আসককে দুই লাখ টাকা জরিমানার আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

আদালতের আসকের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

এর আগে গত ১৪ নভেম্বর রাজউকের ভ্রাম্যমাণ আদালত আসককে দুই লাখ টাকা জরিমানা এবং দুই মাসের মধ্যে কার্যালয় ছেড়ে দেওয়ার নির্দেশ দেন।

পরে এই আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করে আসক। ঢাকা/মেহেদী/জেনিস