আইন ও অপরাধ

সাড়ে ৮ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে আট কেজি স্বর্ণসহ এক  যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস।

সোমবার রাতে দুবাই থেকে আগত এক যাত্রীর কাছ থেকে স্বর্ণ জব্দ করা হয়েছে। আটককৃত যাত্রীর নাম মো. হিমেল খান। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৪ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা।

ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার মো. সাজ্জাদ হোসেন রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

কাস্টম হাউস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউসের প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। গ্রিন চ্যানেলে নজরদারী ও তল্লাশীর একপর্যায়ে রাত ১১টায় এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই থেকে আগত যাত্রী হিমেল খানকে চ্যালেঞ্জ করেন। তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ৭২ পিস স্বর্ণবার ও ৯৮ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের ওজন আট কেজি ৪৫০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা।

আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

 

ঢাকা/এম এ রহমান/ইভা