আইন ও অপরাধ

অ‌্যাভিয়েশন কর্মকর্তার জামিন নামঞ্জুর

ঘুষের টাকাসহ রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল অ‌্যাভিয়েশন) জুনিয়র লাইসেন্স ইন্সপেক্টর ও কনসালট্যান্ট এইচ এম রাশেদ সরকারের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ শুনানি শেষে জামিন নামঞ্জুরের আদেশ দেন।

আসামপিক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নাকচের আদেশ দেন।

গত ৬ ডিসেম্বর রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ঘুষের এক লাখ টাকাসহ এইচ এম রাশেদ সরকারকে গ্রেপ্তার করেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে একটি দল। বাণিজ্যিক পাইলট পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এক লাখ টাকা ঘুষ নেন রাশেদ। পরদিন আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারেই আছেন। ঢাকা/মামুন/সাইফ