আইন ও অপরাধ

আপন জুয়েলার্সের মালিকের ছেলেকে বিদেশ যেতে বাধা নয় : হাইকোর্ট

বনানীর বহুল আলোচিত ‘দ্য রেইন ট্রি’ হোটেলে ধর্ষণ মামলার প্রধান আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের বিদেশ গমনে বাধা না দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

মঙ্গলবার সংশ্লিষ্ট কোর্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আদালতে সাফাতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান।

এর আগে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টে রিট করা হয়।

আইনজীবীরা জানিয়েছেন, চিকিৎসা শেষে সাফাত দেশে ফিরে আসবে। তবে তার অবর্তমানে মামলা কার্যক্রম চলবে।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৮ মার্চ বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণী। ওই ঘটনার ৪০ দিন পর ৬ মে রাজধানীর বনানী থানায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন এক তরুণী।

এজাহারভুক্ত অপর চার আসামি হলেন- পিকাসো রেস্তোরাঁর অন্যতম মালিক ও রেগনাম গ্রুপের পরিচালক মোহাম্মদ হোসেন জনির ছেলে সাদমান সাকিফ, সাফাতের বন্ধু নাঈম আশরাফ (সিরাজগঞ্জের আবদুল হালিম), সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদ (রহমত)। ঢাকা/মেহেদী/জেনিস