আইন ও অপরাধ

হট্টগোল : সিসি ক্যামেরার আওতায় আপিল বিভাগ

খালেদা জিয়ার জামিন শুনানিতে হট্টগোলের ঘটনার রেশ ধরে আপিল বিভাগের এজলাস কক্ষে বসানো হয়েছে আটটি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা।

বুধবার সকাল থেকে প্রথম দিনের মতো সিসি ক্যামেরার আওতায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগে কার্যক্রম শুরু হয়।

গতকাল মধ্যরাতে আপিল বিভাগে সিসি ক্যামেরা বসানোর কাজ সম্পন্ন করে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্ট প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা রাইজিংবিডিকে জানান, এজলাস কক্ষে যারা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করবে তাদের চিহ্নিত করতে এই সিসি ক্যামেরা বসানো হয়েছে। যাতে এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হয়।

গত ৫ ডিসেম্বর চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে বিএনপিপন্থি আইনজীবীরা প্রধান বিচারপতির এজলাসে বিক্ষোভ ও হট্টগোল শুরু করে। ফলে সেদিন আপিল বিভাগের নিয়মিত কার্যক্রম ব্যহত হয়।

আগামীকাল ১২ ডিসেম্বর আপিল বিভাগে খালেদা জিয়ার জামিনের ওপর শুনানির জন্য দিন ধার্য রয়েছে। ঢাকা/মেহেদী/ইভা