আইন ও অপরাধ

ছেড়ে দেওয়া হয়েছে আটক আইনজীবীকে

সুপ্রিম কোর্টের গেট থেকে সন্দেহভাজন আটক আইনজীবীকে ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মো. ফাইজুল্লাহ নামে ওই আইনজীবীকে ছেড়ে দেওয়া হয়।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, ‘তাকে তো আমরা গ্রেপ্তার করিনি। সন্দেহ হওয়ায় আটক করা হয়েছিল।’

বৃহস্পতিবার সকালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানিকালে ফাইজুল্লাহকে আটক করে পুলিশ। ঘটনাস্থলে তল্লাশি করার সময় ফাইজুল্লাহ কোর্টের ভেতরে প্রবেশের চেষ্টা করেন।

তখন পুলিশ সদস্যরা তার পরিচয় জানতে চাইলে তিনি উল্টো প্রশ্ন করেন- আপনি কে? কোর্ট সংশ্লিষ্ট কেউ আপনাদের সঙ্গে আছে? কিন্তু ওই সময় তিনি তার পরিচয় দিতে চাননি। বাগবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ তাকে আটক করে।

 

ঢাকা/মাকসুদ/ইভা