আইন ও অপরাধ

উগ্রবাদের চাষ হয় মস্তিষ্কে: মনিরুল

পুলিশের কাউন্টার টেররিজম অ‌্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট প্রধান মনিরুল ইসলাম বলেছেন, উগ্রবাদ সৃষ্টি হয় মস্তিষ্ক থেকে। যে জায়গায় আমরা আঘাত করতে চাই। সেভাবে কাজ করছে গোয়েন্দারা।

শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, ফাঁসি দিয়ে কিংবা জেলে রেখে জঙ্গিবাদ নির্মূল করা যাবে না। কেননা যারা এ পথে আসে তারা উগ্র মৌলবাদী বিশ্বাসী। তাদের মস্তিষ্ক সেভাবেই ঝালাই করে নেওয়া হয়।

সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘তারুণ্যের বাংলাদেশ’ শীর্ষক এক কর্মশালায় মনিরুল আরো বলেন, জঙ্গিবাদ ও উগ্রতা দমন বা নিয়ন্ত্রণ করা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ নয়, এ কাজ সবার। এজন্য পরিবার, শিক্ষা ব্যবস্থা, সুশীল সমাজ, সংস্কৃতিকর্মী, ইমাম, আলেমদের এগিয়ে আসতে হবে। এসবের কুফলের ব্যাখ্যা দিতে হবে। তাহলেই হয়তো উগ্রবাদ রুখে দেওয়া সম্ভব হবে। কেননা এটি সমাজে জেঁকে বসেছে। আবার জঙ্গিবাদ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সফলতা রয়েছে। তবে তাদের নির্মূল করা এখনো সম্ভব হয়নি। ঢাকা/মাকসুদ/সাইফ