আইন ও অপরাধ

জঙ্গি আস্তানায় অভিযান : শায়লা শারমিন রিমান্ডে

আশুলিয়ায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে এক বাড়িতে অভিযানের ঘটনায় দায়ের করা মামলায় শায়লা শারমিনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার পুলিশ শায়লা শারমিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

আবেদনের প্রেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান রিমান্ডের আদেশ দেন।

শায়লা শারমিনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আদালতে অবস্থানকালে ভয়ার্ত শায়লা শারমিনকে কাঁদতে দেখা যায়।

উল্লেখ্য, সোমবার রাতে আশুলিয়ার গকুলনগর এলাকায় আকতার হোসেন নামে এক সৌদি প্রবাসীর বাড়িতে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে অভিযান পরিচালনা করে পুলিশ। এ ঘটনায় শায়লা শারমিনকে আটক করে পুলিশ। তবে তার স্বামী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আহমেদ পলাতক রয়েছেন। তারা উভয়ই নব্য জেএমবির সদস্য বলে পুলিশ জানিয়েছে।

শায়লা শারমিন, তার স্বামী তানভীর আহমেদসহ অজ্ঞাত আরো একজনকে আসামি করে আশুলিয়া থানায় মামলা দায়ের করে পুলিশ। ঢাকা/মামুন খান/সনি