আইন ও অপরাধ

ঢাবি শিক্ষার্থীকে ধর্ষণের আলামত মিলেছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের আলামত মিলেছে।

এ ঘটনায় গ্রেপ্তার মজনুর ডিএনএ নমুনা পরীক্ষা করা হয়েছে। ফরেনসিক রিপোর্টে এ বিষয়ে পরিষ্কার ধারণা পেয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা।

বুধবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘ঘটনার পর উভয়ের তথ্যের মিল পাওয়া গেছে। এছাড়া মজনুর ডিএনএ রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়। সেখানে ধর্ষণের আলামত মিলেছে। এ কারণে আমরা বলতে পারি, এ ঘটনায় মজনু একাই জড়িত ছিল এবং সেভাবে মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।’

ডিবি পুলিশ জানায়, ‘ঘটনার সব আলামত পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রতিবেদন জমা দেওয়া হবে। মজনুকে জিজ্ঞাসাবাদেও অনেক তথ্য বেরিয়ে এসেছে। ওই ছাত্রী ও মজনুর দেওয়া তথ্যের মিল আছে।’

যেখানে ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে, সেখান থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে সিআইডি। সেগুলো ফরেনসিক ল্যাবে পরীক্ষায় পাঠানো হয়। ল্যাব থেকে যে প্রতিবেদন পাওয়া গেছে, তার সঙ্গে ধর্ষক মজনুর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদনের মিল রয়েছে।

উল্লেখ্য, ৫ জানুয়ারি কুর্মিটোলায় ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ৭ জানুয়ারি মজনুকে গ্রেপ্তার করে র‌্যাব। ঢাকা/মাকসুদ/ইভা