আইন ও অপরাধ

৩৩ বিচারকের পদোন্নতি

৩৩ অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমমর্যাদার বিচারককে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে পদায়ন করেছে সরকার।

সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম এতথ্য জানান।

তিনি বলেন, ‘রোববার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি আদেশ জারি করে ৩৩ বিচারককে পদোন্নতি দিয়ে বিভিন্ন স্থানে পদায়ন করা হয়েছে।’

প্রজ্ঞাপনে বলা হয়, “বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের এই কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত জেলা জজরা ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বেতন-ভাতাদি) আদেশ, ২০১৬’ অনুযায়ী ৭০,৯২৫-৭৬,৩৫০ স্কেলে বেতন পাবেন।” ঢাকা/নঈমুদ্দীন/সনি