আইন ও অপরাধ

ইভিএম অর্ডিন্যান্স সংসদে পাশের বিষয়ে জানতে চান হাইকোর্ট

ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে এই সময়ের মধ্যে ইভিএম নিয়ে ২০১৮ সালে জারি করা অর্ডিন্যান্স সংসদে পাশ হয়েছে কি না তা রাষ্ট্রপক্ষকে জানাতে বলা হয়েছে।

মঙ্গলবার বিচপারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

এর আগে গত ৮ জানুয়ারি ইভিএমে ভোট গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ইউনুছ আলী আকন্দ। ঢাকা/মেহেদী/জেনিস