আইন ও অপরাধ

রাজশাহীতে সিআইডির ফরেনসিক ল্যাব

রাজশাহী পুলিশ লাইন্সে ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠা করেছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।

এতে রাজশাহী, রংপুরসহ আশপাশের জেলাগুলোর ক্লু-লেসসহ মামলা দ্রুত তদন্তে এটি সহায়ক হবে বলে আশা করছেন সিআইডির ফরেনসিক বিভাগের প্রধান ডিআইজি শেখ নাজমুল আলম।

রোববার শেখ নাজমুল আলম রাইজিংবিডিকে বলেন, ‘আগামী ৩ ফেব্রুয়ারি পুলিশের মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী এটি উদ্বোধন করবেন। এটি চালু হলে এই অঞ্চলের কোনো পরীক্ষা নিরীক্ষার জন্য ঢাকা আসতে হবে না।’

‘ল্যাবে রাসায়নিক (ভিসেরা, মাদক, এসিড), ব্যালিস্টিকস, হ্যান্ড রাইটিং, ফিঙ্গারপ্রিন্ট, ফুট প্রিন্ট, জাল নোট শনাক্তসহ অণু বিশ্লেষণ করা যাবে’, বলেন তিনি।

নাজমুল আলম বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় সংঘটিত অপরাধের রহস্য উদঘাটনে ঢাকায় সিআইডির ফরেনসিক ল্যাবে আসতে হয়। রিপোর্ট দিতে অনেক সময় লেগে যায়।  এতে তদন্ত কাজ আটকে থাকে। বিভাগীয় পর্যায়ে সিআইডির ফরেনসিক প্রতিষ্ঠা হলে এ সমস্যা থাকবে না। এর ধারাবাহিকতায় রাজশাহীতে ল্যাব স্থাপন করা হলো। আশা করছি, এখন থেকে ক্লু-লেসসহ দ্রুত মামলা তদন্তে এই ল্যাব সহায়ক হবে।’ ঢাকা/নূর/মাহি