আইন ও অপরাধ

সাজা খেটে ফেলেছেন রফিকুল আমীন

সম্পদের তথ্য বিবরণী জমা না দেওয়ার মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনের তিন বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা অর্থদণ্ড করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক শামীম আহাম্মাদ এ রায় ঘোষণা করেন।

তবে রায়ের আগেই এ মামলার সাজা খেটে ফেলেছেন রফিকুল। প্রায় চার হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ২০১২ সালের ৩১ জুলাই রফিকুল আমীন এবং ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনসহ ২২ জনের বিরুদ্ধে কলাবাগান থানায় আলাদা দুটি মামলা করে দুদক।

তারা ওই বছর ১১ অক্টোবর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ওই দুই মামলায় কারাগারে থাকা অবস্থায় সম্পদের তথ্য বিবরণী না দেওয়ায় রফিকুল আমীনের বিরুদ্ধে ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর রমনা থানায় মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

মামলা দায়েরের পর ওই বছরের ১ নভেম্বর তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। ২ নভেম্বর আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। সে হিসেবে আরো আড়াই মাস আগেই তার এ মামলায় সাজার মেয়াদ শেষ হয়ে গেছে।

বিচারক আদেশে উল্লেখ করেছেন, আসামি যদি হাজতবাস করেন তাহলে তা বাদ যাবে।

রফিকুল আমীনের আইনজীবী এহেসানুল হক সমাজী জানান, এ মামলায় ইতিমধ্যে তিনি সাজা খেটে ফেলেছেন। ঢাকা/মামুন খান/বুলাকী