আইন ও অপরাধ

কারা হাসপাতালগুলোতে ১১৭ জন চিকিৎসক নিয়োগের নির্দেশ

দেশের কারা হাসপাতালগুলোতে শূন‌্য পদে ১১৭ জন চিকিৎসক নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে দ্রুত ‍নিয়োগ দিয়ে এক মাসের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

মঙ্গলবার এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটকারী আইনজীবী মো. জে আর খান রবিন বলেন, ‘হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ জানিয়েছিল, কারা হাসপাতালগুলোতে চিকিৎসকের অনুমোদিত পদ ১৪১টি। এর মধ্যে নয়জন চিকিৎসক কর্মরত ছিলেন। পরবর্তীতে আরো ১৫ জন চিকিৎসক সংযুক্ত করা হয়। বাকি ১১৭টি শূন‌্য পদে দ্রুত চিকিৎসক নিয়োগের নির্দেশ দিয়েছেন।’

গত ১৪ জানুয়ারি সারা দেশে জরুরি ভিত্তিতে কারা হাসপাতালে কতজন চিকিৎসক প্রয়োজন তা কারা কর্তৃপক্ষকে ২৭ জানুয়ারির মধ্যে জানাতে বলা হয়। সে অনুযায়ী আজ কারা কর্তৃপক্ষ ১১৭টি শূন‌্য পদ রয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করে। ঢাকা/মেহেদী/ইভা