আইন ও অপরাধ

আবারো নিখোঁজ আইনজীবী সহিদুল

আবারো নিখোঁজ হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সহিদুল হক।

বৃহস্পতিবার সকালে তিনি নিখোঁজ হন।   রোববার পযর্ন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।

সহিদুল হককে ফিরে পেতে তার স্বজনরা রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সহিদুলের স্ত্রী ফাতেমা খাতুন বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রামপুরার বাসা থেকে বের হয়ে বনশ্রীর ল’ চেম্বারে যান তিনি।

ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে সর্বশেষ তার ব্যক্তিগত সহকারী মো. চেনু মিয়ার সঙ্গে সহিদুল মোবাইলে কথা বলেন। এরপর তার কোনো খোঁজ না পেয়ে বিকেল ৩ টায় চেম্বারে গিয়ে দেখি মোবাইল ফোন টেবিলের ওপর পড়ে আছে। অনেক জায়গায় খোঁজ করেও  তাকে পাওয়া যায়নি।

রামপুরা থানা পুলিশ জানায়, সহিদুলের  পরিবার  একটি সাধারণ ডায়েরি করেছে। বিষয়টি অন‌্য থানা পুলিশকে জানানো হয়েছে। কেন তিনি বারবার নিখোঁজ হচ্ছেন সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।   

প্রসঙ্গত, এর আগে ১৪ জানুয়ারি নিখোঁজ হয়েছিলেন সহিদুল। ৪০ ঘণ্টা পর তাকে ময়মনসিংহের একটি হোটেল থেকে উদ্ধার করা হয়।  ঢাকা/মাকসুদ/ইভা