আইন ও অপরাধ

বিমানের পরিচ্ছন্নতাকর্মী কারাগারে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চার কেজি সোনাসহ গ্রেপ্তার হওয়া পরিচ্ছন্নতাকর্মী জনাথন মুক্তি বারিকদারকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার দুই দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে বিমানবন্দর থানা পুলিশ। এর পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

১৩ ফেব্রুয়ারি সকালে সোনার বারসহ জনাথন মুক্তি বারিকদারকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। ১৪ ফেব্রুয়ারি জনাথনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

২০১৪ সালে বিমানের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে যোগ দেন জনাথন মুক্তি বারিকদার। তার বাড়ি খুলনার খালিশপুরে। ঢাকা/মামুন খান/রফিক