আইন ও অপরাধ

শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী শাকিল গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী জিসানের অন্যতম সহযোগী মাজহারুল ইসলাম ওরফে শাকিলকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ‌্যাকশন ব‌্যাটেলিয়ান (র‌্যাব) । এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক লে. কর্ণেল সারওয়ার-বিন-কাশেম সংবাদ সম্মেলনে বলেন, রাজধানীর মোহাম্মদপুর থেকে শাকিলকে গ্রেপ্তার করা হয়। শীর্ষ সন্ত্রাসী জিসান বিদেশে থাকলেও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে শাকলের মত কয়েকজন সহযোগী দিয়ে। ব্যবসায়ী ও অর্থবিত্তশালীদের তারা টাগের্ট করে, দাবি করে মোটা অঙ্কের টাকা। এরকম বেশ কয়েকজন  ভুক্তভোগী র‌্যাবের কাছে অভিযোগ দায়ের করেন। এরপরে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। শাকিলের চাঁদাবাজির সংশ্লিষ্টতা নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কারওয়ান বাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সারোয়ার কাশেম বলেন, জিসান অনেকদিন ধরে দুবাই পলাতক থাকলেও এদেশে তার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে শাকিলের মতো বেশ কয়েকজন। এরাই জিসানের অপরাধ জগতের সব ধরনের কাজ করছে। শাকিলকে রিমান্ডে নিয়ে বাকি চাঁদাবাজ-সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হবে।

 

ঢাকা/মাকসুদ/সাজেদ