আইন ও অপরাধ

এমজিএইচ গ্রুপের এমডি আনিসকে জিজ্ঞাসাবাদ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে  এমজিএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস আহমেদ গোর্কিকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

‘অবৈধভাবে কোটি কোটি টাকার সম্পদ অর্জন ও অর্থ পাচারের’ অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সোমবার দুদক প্রধান কার্যালয়ে ১১টা থেকে তার জিজ্ঞাসাবাদ শুরু করেন অনুসন্ধান কর্মকর্তা সহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস।

গত বুধবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিশ পাঠানো হয়। ওই নোটিশে অবৈধভাবে কোটি কোটি টাকার সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগের বিষয়ে ‘সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে’ আনিস আহমেদ গোর্কিকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়।

অভিযোগের ক্ষেত্রে টাকার সুনির্দিষ্ট অঙ্ক বা কীভাবে পাচার হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দুদক দেয়নি।

এমজিএইচ গ্রুপের সিইও আনিস আহমেদ ইস্টার্ন ব্যাংক লিমিটেডের একজন পরিচালক। জাহাজে পণ্য পরিবহন, খুচরো বিপণন, এয়ারলাইন্স রিজার্ভেশন, রিয়েল এস্টেট, পোশক, চা ও রাবার প্লান্টেশন, অটোমোবাইল, ব্যাংকসহ বিভিন্ন খাতে এমজিএইচ গ্রুপের ব্যবসা রয়েছে।

 

ঢাকা/এম এ রহমান/ইভা