আইন ও অপরাধ

রাজউকের সাবেক চেয়ারম্যানকে হাজির করতে গেজেটের নির্দেশ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান হুমায়ূন খাদেমকে আদালতে হাজির করতে গেজেট জারির নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন। গেজেট প্রকাশের বিষয়ে প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ৫ এপ্রিল ধার্য করেছেন আদালত।

নকশা জালিয়াতির মাধ্যমে ১৬ তলার স্থলে ২৩ তলা ভবন নির্মাণের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় তাকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে দুদকের পরিদর্শক আমিনুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

গত ১১ ফেব্রুয়ারি ওই মামলায় ৫ আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন আদালত। হুমায়ূন খাদেম পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার অপর আসামিরা হলেন- এফআর টাওয়ারের মালিক এস এম এইচ আই ফারুক, রূপায়ন গ্রুপের কর্ণধার লিয়াকত আলী খান মুকুল, রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান ও সাবেক অথরাইজড অফিসার সৈয়দ মকবুল আহমেদ। তারা জামিনে আছেন।

 

ঢাকা/মামুন খান/রফিক