আইন ও অপরাধ

ফুটপাত দখলমুক্ত করতে বনানীতে উচ্ছেদ অভিযান

অবৈধ স্থাপনা, ফুটপাত দখল ও পরিবেশ দূষণ রোধে রাজধানীর বনানী কাঁচাবাজার এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উচ্ছেদ অভিযান চালায়।

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনিয়া জিন্নাত ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছদ অভিযান পরিচালনা করেন।

এসময় তিনি আড়াই শতাধিক অবৈধ সাইনবোর্ড, বিলবোর্ড অপসারণ, দেড় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করেন।

নির্বাহী হাকিম জিনিয়া জিন্নাত অবৈধভাবে ফুটপাত দখল করার অপরাধে চারজনকে পাঁচ দিন করে কারাদণ্ড এবং বনানী কাঁচাবাজারের ইউনাইটেড গ্রুপের একটি নির্মাণাধীন ভবন ও আরেক ব‌্যক্তিকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করে আদায় করেন।

 

ঢাকা/নূর/সাজেদ