আইন ও অপরাধ

জবিছাত্রীকে যৌনহয়রানি: ব্যবসায়ী রিমান্ডে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রীকে যৌনহয়রানির মামলায় ফল ব্যবসায়ী আনোয়ার ওরফে আনারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  সোমবার (৯ মার্চ) ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী রিমান্ডের এই আদেশ দেন।

এরআগে, আসামি আনোয়ারকে আদালতে হাজির করে আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা (সূত্রাপুর থানার এসআই) শাহাদাত হোসেন।

এদিকে, আসামির জামিনের আবেদন করেন তার আইনজীবী কাজী রিয়াজুল ইসলাম ।

শুনানির সময় আসামির জামিনের বিরোধিতা করে তদন্ত কর্মকর্তা বলেন, ‘আসামি জামিনে মুক্তি পেলে জবি শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হবে। এতে রাস্তাঘাটে প্রতিবন্ধকতা সৃষ্টির আশঙ্কা রয়েছে।’

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আসামির তিন দিনের রিমান্ডের মঞ্জুর করেন।

এরআগে, গত ৮ মার্চ রাত পৌনে ৮টায় কোতোয়ালি থানার নবাববাড়ি এলাকা থেকে আনোয়ারকে গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ্য, গত ৬ মার্চ সকালে পুরান ঢাকার কলতাবাজারে জবির নাট্য বিভাগের ওই ছাত্রীকে যৌন হয়রানি করে দুই বখাটে। এই ঘটনায় দুপুরেই সূত্রাপুর থানায় ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে মামলা করেন। ঢাকা/মামুন খান/হক