আইন ও অপরাধ

আদালত বন্ধের বিষয়ে সব বিচারপতি বসে সিদ্ধান্ত

করোনা প্রতিরোধে আদালত বন্ধের বিষয়ে সব বিচারপতিকে নিয়ে সিদ্ধান্ত নিতে চান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বুধবাার (১৮ মার্চ) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে 'মুজিব বর্ষ' উপলক্ষে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, তিনি বলেন, একদিকে যেমন করোনার বিষয়টি মাথায় রাখতে হবে, অন্যদিকে বিচারপ্রার্থীরাও যেন ভোগান্তিতে না পড়ে, তাও খেয়াল রাখতে হবে।  এসময় হাইকোর্ট এবং আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।   এদিকে করোনাভাইরাসের কারণে বিচারিক আদালত বন্ধ চেয়ে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। ঢাকা/মেহেদী/এসএম