আইন ও অপরাধ

ধানমন্ডি থানার ওসি হাইকোর্টে

মামলা না নেওয়ায় বিষয়ে ব্যাখ্যা দিতে রাজধানীর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির হাইকোর্টে হাজির হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

এর আগে গতকাল (১৮ মার্চ) এক আইনজীবীর মামলা না নেওয়ায় ধানমন্ডি থানার ওসিকে তলব করেন হাইকোর্ট।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. বশির আহমেদ।  রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশিষ ভট্টাচার্য্য।

আবেদনকারী আইনজীবী বশির আহমদের অভিযোগ, তাকে হত্যার হুমকির অভিযোগ নিয়ে থানায় গেলেও ধানমন্ডি থানা পুলিশ তার মামলা নেয়নি।  পরে এর প্রতিকার চেয়ে হাইকোর্টে আসেন তিনি।

হাইকোর্ট বিস্ময় প্রকাশ করে বলেন, একজন আইনজীবীর মামলা না নেওয়ায় স্বভাবতই প্রশ্ন ওঠে সাধারণ মানুষের কি অবস্থা।

 

ঢাকা/মেহেদী/এসএম