আইন ও অপরাধ

কোচিং সেন্টার খোলায় মালিক-শিক্ষককে কারাদণ্ড

সরকারি আইন অমান্য করে প্রায় ১৫০ জন শিক্ষার্থীকে কোচিং করানোর অভিযোগে এক কোচিং সেন্টারের মালিককে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) কুষ্টিয়া সদরের আরওয়াপাড়া এলাকায় আইকন এডুকেয়ার কোচিং সেন্টারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে এ সাজা দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান ও জেলা প্রশাসক আহমেদ সাদাতের নেতৃত্বে একটি টিম।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান রাইজিংবিডিকে বলেন, ‘কোচিং সেন্টারের মালিক মো. সবুজ হোসাইনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর দুই শিক্ষককে এক হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। একইসঙ্গে কোচিং সেন্টার অনির্দিষ্টকালের জন্য সিলগালা করে দেওয়া হয়েছে।’

সরকারি আইন অমান্য করে জনস্বাস্থ্য ও জনস্বার্থ বিরোধী কার্যক্রমে লিপ্ত থাকায় তাদেরকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

ঢাকা/এম এ রহমান/সনি