আইন ও অপরাধ

কিশোর গ্যাংয়ের ৫ সদস্য কারাগারে

রাজধানীর মোহাম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের মারামারির প্রস্তুতির সময় গ্রেপ্তার ৫ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (০১ এপ্রিল) পুলিশ তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা  এ আদেশ দেন।

কিশোর গ্যাংয়ের ওই পাঁচ সদস্য হলেন- মো. হাসান (১৭), মো. শাকিল হোসেন (১৬), মো. হাসান (১৫), মো. রিয়াজ (১৮) ও মো. সুমন (২৬)।

এদের মধ্যে রিয়াজ ও সুমন প্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের কারাগারে পাঠানো হয়। অপরদিকে হাসান, শাকিল ও হাসানকে কিশোর হওয়ায় সংশোধানাগারে পাঠানো হয়।

এর আগে গত সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লোহার তৈরি একটি ধারালো দা, দুটি দামা, একটি ছোরা এবং একটি স্টিলের চাপাতি জব্দ করা হয়। ঢাকা/মামুন/জেডআর