আইন ও অপরাধ

দণ্ড দ্রুত কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদকে গ্রেপ্তার মুজিববর্ষের শ্রেষ্ঠ উপহার বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার দণ্ড কার্যকরে দ্রুত ব্যবস্থা করা হবে। মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন দণ্ডপ্রাপ্ত বঙ্গবন্ধুর খুনিকে দেশে ফিরিয়ে এনে দণ্ডাদেশ কার্যকর করার অপেক্ষায় ছিলাম। ক্যাপ্টেন আব্দুল মাজেদ পুলিশের কাছে ধরা পড়েছে। তার স্ত্রী সানা বেগম, বাড়ি নম্বর ১০/এ, রোড নম্বর-০১, ক্যান্টনমেন্ট আবাসিক এলাকার। তিনি সেখানেই বসবাস করতেন। এইটুকু বলতে পারবো। এখন আইনানুগভাবে বাকি কাজ করা হবে, যাতে খুনির রায় কার্যকর হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা তার দণ্ডাদেশ কার্যকর করতে পারব। যারা যারা তাকে ধরার কাজে সম্পৃক্ত ছিলেন তাদের ধন্যবাদ জানাই।’

ভিডিও বার্তায় মন্ত্রী আরও বলেন, ‘মাজেদ বিদেশে বিভিন্ন দূতাবাসে চাকরিরত অবস্থায় ছিলেন। এরপর যখন ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, তখন তিনি আত্মগোপন করেন। তবে গোয়েন্দা তৎপরতা ছিল তাকে ধরার জন্য। বাকি খুনিরা যেখানেই আছে, সবাইকে ফিরিয়ে আনব। প্রচেষ্টা অব্যাহত আছে।’

প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বর রোডের বাসভবনে স্বপরিবারে বঙ্গবন্ধুকে নির্মম হত্যাকাণ্ডের সময় আব্দুল মাজেদ, নূর এবং রিসালদার মুসলেহউদ্দিন সরাসরি অংশ নেন। ঢাকা/মাকসুদ/সাজেদ