আইন ও অপরাধ

সামাজিক মাধ‌্যমে হুমকি-কটূক্তি, যুবক রিমান্ডে

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের নীতিনির্ধারক ও উচ্চপদস্থ ব্যক্তিদের নামে হুমকি, কটূক্তি এবং মানহানিকর বার্তা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক সবুজ খন্দকারের (২৮) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ডিবি পুলিশ সবুজকে আদালতে হাজির করে রমনা থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দশ দিনের রিমান্ড আবেদন করে।

ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুইয়া শুনানি শেষে তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

এরআগে রোববার (২৬ এপ্রিল) রাজধানীর মগবাজার এলাকা থেকে সবুজকে গ্রেপ্তার করা হয়।  এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।

জানা যায়, সবুজ খন্দকার ফেসবুক ম্যাসেঞ্জারে সরকারের নীতিনির্ধারক, উচ্চপদস্থ ও গণ্যমান্য ব্যক্তিদের নামে হুমকি, কটূক্তি এবং মানহানিকর অশ্লীল বার্তা দিয়ে আসছিলেন। ঢাকা/মামুন/জেডআর