আইন ও অপরাধ

শিল্পীর স্কেচে গ্রেপ্তার সেই ধর্ষক রিমান্ডে

রাজধানীর কদমতলীতে ৬ বছরের শিশু ধর্ষণ মামলায় সিসি ফুটেজ দেখিয়ে শিল্পীকে দিয়ে স্কেচ করে গ্রেপ্তার সেই ধর্ষক মো. টুটুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (০৩ মে) ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে পুলিশ টুটুলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে।  আদালতে টুটুলের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামালউদ্দিন মীর জানান, গত ২৫ এপ্রিল সন্ধ্যায় টুটুল মুরাদপুর এলাকায় শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়।  এরপর মুরাদপুর এলাকায় ধর্ষণের স্থানটির আশেপাশের ১৬টি বাড়ির সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ জব্দ করা হয়। একটি ফুটেজে দেখা যায়, এক যুবক ওই মেয়েটিকে হাত ধরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কিন্তু যুবকের মুখে মাস্ক পড়া ছিল। তাকে শনাক্ত করাও যাচ্ছিল না। পরে সাখওয়াত তমাল নামে এক শিল্পীকে দিয়ে সন্দেহভাজন যুবকের স্কেচ এঁকে নেওয়া হয়। ওই স্কেচের একশ কপি পোস্টার বানানো হয়। পোস্টার এলাকায় টানানোর পর একজন ফোন করে ওই যুবকের পরিচয় নিশ্চিত করে। পরে সিসি ক্যামেরার ফুটেজ থেকে মাস্ক পড়া ধর্ষককে শুক্রবার (০১ মে) রাতে কদমতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

টুটুলের বাসা মুগদা এলাকায়। তিনি কদমতলীতে তার নানা ও খালার বাসায় মাঝে মধ‌্যে ঘুরতে আসতেন। ২৫ এপ্রিল সন্ধ্যায় শিশুটিকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে ভুক্তভোগীর বাবা এ ঘটনায় থানায় মামলা করেন।

** ঢাকা/মামুন/জেডআর