আইন ও অপরাধ

চা বিক্রেতাকে জরিমানার পর ওষুধ কিনে দিলেন ম্যাজিস্ট্রেট

কুষ্টিয়া শহরে রাত নয়টার পরও দোকান খোলা রাখার দায়ে চা বিক্রেতাকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া শহরের মিলপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।

ভ্রামামাণ আদালতের পরিচাল কুষ্টিয়া জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান বলেন, রাতে দোকান খোলা রাখার দায়ে চা বিক্রেতা শহিদুল ইসলামকে ২০০ টাকা জরিমানা করা হয়।  কিন্তু তার কাছে তখন যা টাকা ছিল, সেই টাকা দিয়ে তিনি দাঁত ব্যথার ওষুধ কিনবেন বলে জানান। 

জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান, এ অবস্থা জানার পর তিনি (নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান) শহিদুলকে নিয়ে ফার্মেসিতে গিয়ে তাকে ওষুধ কিনে দেন। 

পরে গণমাধ্যমকে সবুজ হাসান জানিয়েছেন, মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে কাজটি করেছেন তিনি। এম এ রহমান/সাইফ