আইন ও অপরাধ

লিবিয়ায় মানবপাচারের মামলায় হাজি কামাল কারাগারে

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা কামাল হোসেন ওরফে হাজি কামালকে পাসপোর্ট আইনের মামলায় (৫৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (০২ জুন) ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে সংশ্লিষ্ট থানায় দায়ের করা পাসপোর্ট আইনের মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন।

আসামির পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে হাজি কামালকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে সোমবার (০১ জুন) রাতে ভাটারা থানায় পাসপোর্ট আইনের ১১(৩) ধারায় মামলাটি দায়ের করা হয়। ঢাকা/মামুন/জেডআর