আইন ও অপরাধ

গাইবান্ধার ১৭ আইনজীবীর শৃঙ্খলাভঙ্গের নোটিশ হাইকোর্টে স্থগিত

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে ১৭ আইনজীবীকে গাইবান্ধা আইনজীবী সমিতির দেওয়া শোকজ নোটিশ স্থগিত করেছেন হাইকোর্ট।

রোববার (০৭ জুন) বিষয়টি নজরে নিয়ে বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ স্বতপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

এর ফলে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

১৭ আইনজীবী হলেন- পিযুষ কান্তি পাল, এস এম মাজহারুল ইসলাম সোহেল, মো. শাহনেওয়াজ খান, মো. নওশাদুজ্জামান, মো. সরওয়ার হোসেন বাবুল, মো. মঞ্জুর মোর্শেদ বাবু, মো. রেজওয়ানুল হক মন্ডল, মো. আশরাফ আলী, বেগম বদরুন্নাহার, নিরঞ্জন কুমার ঘোষ, মো. আব্দুস সালাম, জি এম মুরাদ হাসান, মো. মোস্তাফিজুর রহমান, মো. মুরাদজ্জামান রব্বানী, মো. আব্দুর রশীদ, খন্দকার মঞ্জুরুল করিম সোহেল ও মো. জাহাঙ্গীর আলম সরকার জিন্নাহ।

গত ১৭ মে গাইবান্ধা জেলা আইনজীবী সমিতির এক জরুরি সাধারণ সভায় আপাতত ভার্চুয়াল কোর্টের সব কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত হয়। কিন্তু সমিতির কিছু আইনজীবী ভার্চুয়াল কোর্টে মামলা পরিচালনা করেন। এরপর জেলা আইনজীবী সমিতি ২ জুন ১৭ আইনজীবীকে নোটিশ দেয়।

নোটিশে বলা হয়, ‘গাইবান্ধা জেলা বারের গত ১২ মে তারিখের অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত এবং তদপ্রেক্ষিতে ১৭ মে তারিখের জরুরি সাধারণ সভায় গৃহিত সিদ্ধান্ত অমান্য, জেলা বারের শৃঙ্খলা ভঙ্গ, জেলা বার সম্পর্কে কটূক্তি, অবজ্ঞা প্রদর্শন ও মানহানিকর বক্তব্য প্রদানের জন্য বারের সদস্যপদ হতে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না মর্মে নোটিশ দেওয়া হলো’।

বিষয়টি আদালতের নজরে আনেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। নজরে আনার পর হাইকোর্ট নোটিশের কার্যকারিতা স্থগিত করলেন।

 

ঢাকা/মেহেদী/জেডআর