আইন ও অপরাধ

সংগীত শিল্পীর ফেসবুক হ্যাকড: যুবক কারাগারে

সংগীত শিল্পীর ফেসবুক আইডি হ্যাক করার অভিযোগের মামলায় মো. মামুন অর রশিদ ইভান (১৯) নামের এক যুবককে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।  ইভান নরসিংদী সদর থানার দাসপাড়ার হারুন অর রশিদের ছেলে।

রোববার (০৭ জুন) একদিনের রিমান্ড শেষে ইভানকে আদালতে হাজির করে শেরেবাংলা নগর থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুইয়া তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৫ জুন (শুক্রবার) ইভানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

তার আগে ৪ জুন (বুধবার) ইভানকে গ্রেপ্তার করে র‌্যাব।  ইভান এক সংগীত শিল্পীর ফেসবুক আইডি হ্যাক করে ব্যবহার করে আসছিলেন। ঢাকা/মামুন/জেডআর