আইন ও অপরাধ

জালিয়াতি: তদবিরকারক মোনার জামিন মেলেনি হাইকোর্টে

জাল-জালিয়াতি করে জামিন নেওয়ার ঘটনায় করা মামলায় তদবিরকারক মনিরুজ্জামান ওরফে মোনাকে জামিন দেননি হাইকোর্ট।

মঙ্গলবার (১৬ জুন) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ তার জামিন নামঞ্জুর করে আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী নিশাত মাহবুব।  রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

ড. মো. বশির উল্লাহ রাইজিংবিডিকে  বলেন, মাগুরার একটি হত্যা মামলার যাবজ্জীবন প্রাপ্ত আসামি মোয়াজ্জেম হোসেন।  ২০১৯ সালের ১৯ জুলাই হাইকোর্টে ভুয়া কাগজপত্র দাখিল করে তাকে জামিন পাইয়ে দেন তদবিরকারক মনিরুজ্জামান ওরফে মোনা।  জামিন জালিয়াতির ঘটনা হাইকোর্টের নজরে এলে আদালত মোয়াজ্জেমের জামিন বাতিল করেন।

একইসঙ্গে তদবিরকারক মনিরুজ্জামান ওরফে মোনাসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেফতারের নির্দেশ দেন।  সেই জামিন জালিয়াতির মামলায় মনিরুজ্জামান ওরফে মোনা কারাগারে আছেন।  তার জামিন আবেদন আজ হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ নামঞ্জুর করেছেন। ঢাকা/মেহেদী/জেডআর