আইন ও অপরাধ

নিয়মিত আদালত চালুর দাবিতে সুপ্রিম কোর্টে মানববন্ধন

বিচারপ্রার্থী ও আইনজীবীদের স্বার্থে অবিলম্বে দেশের সব আদালত চালুর দাবি জানিয়েছেন আইনজীবীরা।

বুধবার(২৪ জুন) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাধারণ আইনজীবী পরিষদের ব্যানারে মানববন্ধন থেকে এ দাবি জানান তারা।

সাধারণ আইনজীবী পরিষদের আহবায়ক অ্যাডভোকেট মোমতাজউদ্দিন আহমদ মেহেদীর নেতৃত্বে আইনজীবীরা মানববন্ধনে অংশ নেন।

২১ জুন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট মোমতাজউদ্দিন আহমদ মেহেদী নিয়মিত কোর্ট খুলে দেওয়ার দাবিতে প্রধান বিচারপতির কাছে আবেদন জানান।

আবেদেন তিনি বলেন, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে দেশের ৬০ হাজার আইনজীবীর জীবন-জীবিকার স্বার্থে সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত খুলে দিন।

আবেদনে বলা হয়, গত তিন মাস আইনজীবীরা নিয়মিত কোর্ট করতে না পারায় অধিকাংশ আইনজীবী চরম অর্থ সংকটে পড়েছেন। বিচারপ্রার্থীরা চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে। ইতিমধ্যে সরকার ভার্চুয়াল বিচার ব্যবস্থা চালু করেছে। দেশের ৯৫ শতাংশ আইনজীবী প্রশিক্ষণ না থাকায় ও ইন্টারনেট সুবিধার অভাবে ভার্চুয়াল কোর্টে মামলা করতে পারছেন না। অধিকাংশ আইনজীবীর সঞ্চিত টাকা নেই। তাই প্রধান বিচারপতির কাছে দেশের সব আদালত খুলে দিতে অনুরোধ জানান তিনি।

 

মেহেদী/সাইফ