আইন ও অপরাধ

ফেসবুকে লিগ্যাল ওয়েবিনারে আসছেন বিচারপতি মির্জা হোসেইন হায়দার

করোনায় মালিকপক্ষ ও শ্রমিকদের অধিকার শীর্ষক ওয়েবিনারে অংশ নেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার। বুধবার (২৪ জুন)  সন্ধ্যা সাড়ে ৭টায় অ্যাকাডেমি অব ল’অ্যান্ড পলিসির (আলাপ)-এর ফেসবুক পেজ থেকে ওয়েবিনারটি সরাসরি প্রচারিত হবে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রেশাদ ইমামের সঞ্চালনায় ওয়েবিনারে আরও অংশ নেবেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ও ঢাকা চেম্বার অব কর্মাসের সাবেক সভাপতি মো. আসিফ ইব্রাহিম।

এ বিষয়ে ব্যারিস্টার রেশাদ ইমাম বলেন, ‘আজ সন্ধ্যা সাড়ে ৭ টায় বিচারপতি মির্জা হোসেইন হায়দার তার বাসা থেকে ওয়েবিনারে অংশ নেবেন।’

প্রসঙ্গত, অ্যাকাডেমি অব ল’ অ্যান্ড পলিসির (আলাপ) উদ্যোগে লিগ্যাল ওয়েবিনার সিরিজের এটি তৃতীয় পর্ব।

এর আগে আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী ও হাইকোর্ট বিভাগের বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আলাদা দু’টি ওয়েবিনারে অংশ নেন।

উল্লেখ্য, অ্যাকাডেমি অব ল’অ্যান্ড পলিসি (এএলএপি) হচ্ছে একটি স্বাধীন, অ-রাজনৈতিক ও অলাভজনক প্রচারমাধ্যম। যার মূল উদ্দেশ্য শীর্ষস্থানীয় আইনজ্ঞ, শিল্প খাতের নেতা এবং সমাজের উন্নয়ন অংশীদারদের একত্রিত করার মাধ্যমে দেশের সমসাময়িক আইনি, নীতিগত ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা।

 

ঢাকা/মেহেদী/এনই