আইন ও অপরাধ

৩৭ বিচারক, ১৩৯ কর্মচারী করোনা আক্রান্ত

ভার্চুয়াল পদ্ধতিতে আদালতে বিচারকাজ পরিচালনা এবং দায়িত্ব পালনের সময় সারাদেশে এ পর্যন্ত অধস্তন আদালতের ৩৭ জন বিচারক, সুপ্রিম কোর্টের ৩৮ জন কর্মচারী এবং অধস্তন আদালতের ১০১ জন কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন।

সোমবার (২৯ জুন) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত অধস্তন আদালতের মোট ১০ জন বিচারক সুস্থ হয়েছেন।  

আর লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ফেরদৌস আহমেদ করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

গত ২২ মে সর্বপ্রথম নেত্রকোনার জেলা ও দায়রা জজ  শাহাজাহান কবির এবং মুন্সীগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম রোকেয়া রহমান করোনাভাইরাসে আক্রান্ত হন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা আক্রান্তদের সঙ্গে  সুপ্রিম কোর্ট থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রধান বিচারপতিকে অবহিত করা হচ্ছে। ঢাকা/মেহেদী/জেডআর