আইন ও অপরাধ

বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় দুই চালক গ্রেপ্তার

বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় দায়ের করা মামলায় এমভি ময়ূর-২ এর চালক শিপন ও শাকিলকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ।

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর সূত্রাপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  নৌ-পুলিশের সদরঘাট টার্মিনালের অফিসার ইনচার্জ ওসি রেজাউল করিম রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ, মাস্টার আবুল বাশার মোল্লা এবং সুপারভাইজার আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, গত ২৯ জুন মুন্সীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে মর্নিং বার্ড নামের একটি লঞ্চ সদরঘাটে পৌঁছানোর আগে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যায়।  দুর্ঘটনায় মর্নিং বার্ডের ৩৪ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পরের দিন ৩০ জুন রাতে নৌ-পুলিশের সদরঘাট থানার এসআই মোহাম্মদ শামসুল বাদী হয়ে ময়ূর-২ লঞ্চের মালিকসহ ৭ জনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন।

 

মামুন/মাকসুদ/সাইফ