আইন ও অপরাধ

রিজেন্ট হাসপাতালের এমডি গ্রেপ্তার

করোনা টেস্টের নামে ভুয়া নেগেটিভ-পজিটিভ সনদ দেওয়ার মামলায় রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার তত্ত্বাবধানেই ওই হাসপাতাল থেকে মেট্রোরেলের ৭৬ কর্মীকে ভুয়া করোনা সনদ দেওয়া হয়।

শনিবার (২৫ জুলাই) দুপুরে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহা রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে মিজানুরকে গ্রেপ্তার করা হয়। সে তার খালুর বাসায় আত্মগোপনে ছিল। তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে।

রিজেন্ট হাসপাতাল থেকে মেট্রোরেলের ৭৩ জন কর্মীকে করোনা নেগেটিভ এবং ৩ জনকে করোনা পজিটিভ রিপোর্ট দেওয়া হয়।

অভিযোগ উঠেছে, রাজধানীর উত্তরা ও মিরপুরে রিজেন্টের গ্রুপের দুটি হাসপাতাল নমুনা সংগ্রহ ও পরীক্ষার অনুমোদন নিয়ে ভুয়া করোনা সনদ বাণিজ্য করছিল। তারা খেয়াল-খুশিমতো করোনা নেগেটিভ-পজেটিভ রিপোর্ট দিচ্ছিল। প্রতিটি সনদের জন‌্য ৩ থেকে ১০ হাজার টাকা করে নিচ্ছিল হাসপাতাল কর্তৃপক্ষ। ৭ জুলাই ওই দুটি হাসপাতাল সিলগালা করে র‌্যাবের ভ্রাম‌্যমাণ আদালত।

করোনা টেস্টের নামে প্রতারণার মামলায় ১৫ জুলাই রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদকে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি এখন ১০ দিনের রিমান্ডে আছেন।

   

ঢাকা/মাকসুদ/রফিক