আইন ও অপরাধ

অসচ্ছলদের জন্য পশু কোরবানি দিচ্ছে সুপ্রিম কোর্ট বার

প্রথমবারের মতো ঈদুল আজহার দিনে অসচ্ছলদের জন্য দুটি গরু কোরবানি করার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

বুধবার (২৯ জুলাই) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কু্দ্দুস কাজল বিষয়টি জানিয়েছেন।  সমিতির কার্যকরী কমিটির সদস্যরা কোরবানির খরচ বহন করবেন।

তিনি বলেন, কোরবানির পশুর মাংস সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অস্বচ্ছল কর্মচারীদের মধ্যে বণ্টন করা হবে।   প্রয়াত ৭ জন প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রয়াত সাবেক ৭ জন সভাপতির নামে এই কোরবানি দেওয়া হবে।