আইন ও অপরাধ

আবরার হত্যা মামলার চার্জ শুনানি ২ সেপ্টেম্বর

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার চার্জ শুনানির তারিখ আগামী ২ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।

রোববার (৯ আগষ্ট) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান চার্জ শুনানির এদিন ঠিক করেন।  সংশ্লিষ্ট আদালতের পেশকার মো. শামসুদ্দিন এ তথ্য জানান।

ফাহাদ হত্যা মামলার চার্জ শুনানি গত ৬ এপ্রিল হওয়ার কথা ছিল। কিন্তু করোনার প্রভাবে আদালত ছুটিতে থাকায় চার্জ শুনানি হয়নি।

উল্লেখ্য, আবরার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র ছিলেন। তিনি থাকতেন বুয়েটের শেরেবাংলা হলের নিচতলার ১০১১ নম্বর কক্ষে।  গত ৬ অক্টোবর একই হলের ২০১১ নম্বর কক্ষে তাকে নির্যাতন করে তাকে হত্যা করা হয়।  রাত ৩টার দিকে হল থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।  হত্যাকাণ্ডের পর তার বাবা বরকতুল্লাহ ১৯ জনকে আসামি করে গত ৭ অক্টোবর সন্ধ্যার পর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন।