আইন ও অপরাধ

আনসার আল ইসলামের ৪ সদস্য রিমান্ডে

রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে গ্রেপ্তার নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চার সক্রিয় সদস্যের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দারুস সালাম থানা পুলিশ আসামিদের আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধ আইনে দায়ের করা মামলায় প্রত্যেকের সাত দিন করে রিমান্ড আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- অমিত হোসাইন ওরফে আবুল ওরফে সাগর (৩৮), আল-আমিন ওরফে তারিক (৩২), শিহাব উদ্দিন (২১) ও মানিকুজ্জামান ওরফে মানিক ওরফে রতন ওরফে সাইকেল ম্যান (৩২)।

বুধবার (০৯ সেপ্টেম্বর) রাতে ওই চার সদস্যকে দারুস সালাম থানা এলাকার দক্ষিণ বিশিলে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

এ সময় তাদের কাছ থেকে পাসপোর্ট, উগ্রবাদি বই, মোবাইল ও উসকানিমূলক লিফলেট উদ্ধার করা হয়।