আইন ও অপরাধ

স্বাস্থ্যের ড্রাইভার মালেকের ৪ বাড়ি-৩ প্লটের সন্ধান 

স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত গাড়িচালক আবদুল মালেক চারটি বাড়ি ও তিনটি প্লটের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মালেকসহ স্বাস্থ্যের ১১ কর্মকর্তা-কর্মচারীরর বিরুদ্ধে গত ১৬ সেপ্টেম্বর সম্পদ বিবরণী নোটিশ দেয় দুদক।

সোমবার (২১ সেপ্টেম্বর) সংস্থাটির প্রধান কার্যালয়ের সামনে এসব তথ্য জানিয়েছেন দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত।

দুদক সচিব সাংবাদিকদের জানান, প্রাথমিক অনুসন্ধানে আব্দুল মালেক ও তার স্ত্রীর নামে ঢাকায় সাতটি প্লট এবং এসব প্লটে চারটি বাড়ির সন্ধান পাওয়া যায়। অবৈধ সম্পদের প্রাথমিক সত্যতা পেয়ে গত ১৬ সেপ্টেম্বর মালেক ও তার স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ পাঠানো হয়েছে। প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান  দুদক সচিব।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে তুরাগের বামনারটেক এলাকার একটি সাততলা ভবন থেকে গ্রেপ্তার হন আবদুল মালেক।  এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ জাল বাংলাদেশি টাকা, একটি ল্যাপটপ ও একটি মোবাইল জব্দ করা হয়।

উল্লেখ‌্য, স্বাস্থ্য অধিদপ্তরের পরিবহন পুলের গাড়িচালক ও তৃতীয় শ্রেণির কর্মচারী আবদুল মালেক অষ্টম শ্রেণি পাস। তিনি ১৯৮২ সালে প্রথম সাভার স্বাস্থ্য প্রকল্পের গাড়িচালক হিসেবে যোগ দেন। বছর চারেক পর অধিদপ্তরের পরিবহন পুলে যোগ দেন। গ্রেপ্তারের আগ পর্যন্ত তিনি প্রেষণে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিবহন পুলের গাড়িচালক ছিলেন। ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে তিনি বিপুল বিত্ত-বৈভবের মালিক হয়েছেন।