আইন ও অপরাধ

‘হ্যালো বলার পর মিন্নি আর কিছু বলতে পারেনি’

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি কারাগারের কনডেম সেলে খুব কষ্টে আছে বলে জানিয়েছেন তার বাবা মোজাম্মেল হোসেন কিশোর।

রোববার (৪ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনে সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান।

মোজাম্মেল হোসেন কিশোর বলেন, একবার টেলিফোনে মিন্নির সঙ্গে কথা হয়েছে। তবে হ্যালো বলার পর আর কিছু বলতে পারেনি। সে সময় আবেগ আপ্লুত হয়ে যায় মিন্নি। কনডেম সেলে খুব কষ্টে আছে সে।

মিন্নিকে এ মামলায় ফাঁসানো হয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, সে কারণেই তাকে সাক্ষী থেকে আসামি করা হয়েছে।

মিন্নির পরিকল্পনায় রিফাতকে হত্যা করা হয়, রায়ের এমন পর্যবেক্ষণের বিষয়ে জানতে চাইলে কিশোর বলেন, পুরো রায় পড়া হয়নি। রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করব। আশা করি, উচ্চ আদালতে ন্যায়বিচার পাবো। 

এর আগে মিন্নির বাবা নিম্ন আদালতের রায়ের কপি নিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জে আই খান পান্নার চেম্বারে আসেন। জেড আই খান পান্না বলেন, রায়ের কপি আমরা সবেমাত্র পেয়েছি। দ্রুত আপিল করবো।

এদিকে, মিন্নিসহ মৃত্যুদণ্ড প্রাপ্ত ছয় আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছেছে।