আইন ও অপরাধ

আ.লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ এমপি জিল্লুল হাকিমের বিরুদ্ধে

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম ও তার ছেলে আশিক মাহমুদ মিতুল হাকিম স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন রাজবাড়ী আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ও তাদের পরিবারের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন রাজবাড়ী জেলা কৃষক লীগ নেতা মোস্তফা মাহমুদ হেনা মুন্সী। এ সময় নির্যাতিত এবং হত্যাকাণ্ডের শিকার হওয়া ব‌্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মোস্তফা মাহমুদ হেনা মুন্সী বলেন, ‘টানা তিন মেয়াদে জিল্লুল হাকিম সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি হয়েও দলে ভিড়িয়েছেন বিএনপি-জামায়াতের নেতাকর্মী ও রাজাকারের সন্তানদের। তাদের হাতে আওয়ামী লীগের মাঠপর্যায়ের ত্যাগী নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়ে এলাকাছাড়া হয়েছেন। গত এক যুগে আওয়ামী লীগের প্রায় ৩৯ জন নেতাকর্মী খুন হয়েছেন এবং হামলার শিকার হয়েছেন শতাধিক নেতাকর্মী।’

ভুক্তভোগীরা জানান, ক্ষমতাসীন দলের নেতাকর্মী হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত খুন, হামলা-মামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন তারা।

তারা এ বিষয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছেন এবং বিচার দাবি করেছেন।

অন্যদিকে, সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন করতে গেলে বাধা দেওয়া হয়েছে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।